বাংলাদেশ স্কাউটস অনলাইন ডিজিটাল রেকর্ড এবং স্কাউট সার্ভিস সিস্টেম

ইভেন্ট বিস্তারিত

ইভেন্টের নাম: 3rd National ICT jamboree 2025 ইভেন্ট ভেন্যু: National Scout Training Center,Mouchak
ইভেন্ট শুরু: 19-09-2025 ইভেন্ট শেষ: 21-09-2025
রেজিস্ট্রেশন শুরু: 01-09-2025 রেজিস্ট্রেশন শেষ: 10-09-2025
অংশগ্রহণকারীর শ্রেণী: Individual ইভেন্টের শ্রেণী: Camping
ইভেন্টের ধরণ: National অংশগ্রহণকারীর সংখ্যা: 1000
ইভেন্ট বিস্তারিত: স্কাউটদের আইসিটি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস এর ব্যবস্থাপনা ও পরিচালনায় আগামী ১৯-২১ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত জাতীয় স্কাউট
প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরে “৩য় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী” অনুষ্ঠিত হবে।

থিম: ‘প্রযুক্তি হোক সেবার সহায়ক’ "Let Technology Serve Humanity"

তারিখ: ১৯-২১ সেপ্টেম্বর ২০২৫
স্থান : জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুর।

রিপোর্টিং: জাম্বুরীতে অংশগ্রহণকারীগণকে আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫, সকাল ০৮:০০ টার মধ্যে এবং স্বেচ্ছাসেবক, কর্মকর্তাগণ ১৮ সেপ্টেম্বর
২০২৫, বিকাল ৩:৩০ টার মধ্যে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরে রিপোর্ট করতে হবে।
অংশগ্রহণকারীদের যোগ্যতাঃ
১। স্কাউটদের স্ট্যান্ডার্ড ব্যাজ সম্পন্ন এবং এডাল্ট লিডারগণের ক্ষেত্রে বেসিক কোর্স সম্পন্ন হতে হবে।
২। কম্পিউটার, ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তি সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে।
৩। স্কাউটদের মনোনয়ন ইউনিট ভিত্তিক হবে। সংশ্লিষ্ট অঞ্চল কর্তৃক মনোনীত ইউনিটের সদস্যগণ নিজে অথবা অঞ্চল কর্তৃক ‘বাংলাদেশ
স্কাউটস অনলাইন ডিজিটাল রেকর্ড এবং স্কাউট সার্ভিস সিস্টেম’ এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
৪। স্কাউটদের ক্ষেত্রে ইউনিট ভিত্তিক অন্তত: ১ টি ল্যাপটপ আসতে হবে। অংশগ্রহণকারী সকলকে স্কাউটরা জাম্বুরীতে আসার সময় অবশ্যই
স্কাউট পোশাক ও মাই প্রোগ্রেস বুক এবং ল্যাপটপ/নোটবুক/ওয়াইফাই সাপোর্টেড ইন্টারনেট ডিভাইস (মোবাইল ফোন) সাথে নিয়ে আসতে
হবে।
৬। অঞ্চল থেকে আগত অংশগ্রহণকারীগণকে সংশ্লিষ্ট জেলার পতাকা, ফেস্টুন ইত্যাদি প্রয়োজনীয় দ্রব্যাদি সাথে নিয়ে আসবে।
৭। প্রত্যেক অংশগ্রহণকারী বিএস আইডি থাকতে হবে।
সংযুক্তি: