বাংলাদেশ স্কাউটস অনলাইন ডিজিটাল রেকর্ড এবং স্কাউট সার্ভিস সিস্টেম
আপনার জিজ্ঞাসা
যে কোন ব্রাউজার থেকে বাংলাদেশ স্কাউটস ওয়েব সাইট scouts.gov.bd ভিজিট করুন। ফরম ও সেবাসমূহ বক্স থেকে অনলাইন রেজিস্ট্রেশন ও সার্ভিস লিংকে ক্লিক করুন।
স্কাউটস সার্ভিস পোর্টাল এর ল্যান্ডিং পেইজ অথবা ডান পাশের সার্ভিসমূহ বাটনে ক্লিক করে আপনার প্রয়োজনীয় সেবা বক্সে ক্লিক করুন। তারপর স্টার মার্ক যুক্ত ফ্লিডসমূহ পূরণ করে অনুরোধটি পাঠিয়ে দিন।
সার্ভিস পোর্টাল এর ডান পাশে সার্ভিস বাটনে ক্লিক করে আপনার মোবাইল নম্বরটি প্রদান করুন। আপনার আবেদনকৃত সার্ভিসের অবস্থা সম্বন্ধে জানতে পারবেন।
সেবা বক্সের মধ্যে থেকে রক্তদান বক্সে ক্লিক করুন। তারপর বিভাগ, জেলা, উপজেলা এবং রক্তের গ্রুপ নির্বাচন করে অনুসন্ধান বাটনে ক্লিক করুন।

সার্ভিস প্রোর্টালের উপরের ডান পাশে রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করুন। রেজিস্ট্রেশন ফরম এর সকল তথ্য পূরণ করে Submit বাটনে ক্লিক করুন।

আপনার পূরণকৃত Login Email or Username এবং Login Password দিয়ে এই লগইন লিংকে করুন। প্রাথমিক ভাবে আপনি একজন গেষ্ট উইজার হিসাবে লগইন করতে পারবেন।

লগইন করার পর স্কাউটস সদস্য হিসাবে আবেদন করার জন্য আপনার ব্যাক্তিগত তথ্য এবং স্কাউটসের প্রয়োজনীয় তথ্য পূরণ করে আপনার স্কাউট গ্রুপ এবং ইউনিট সিলেক্ট করে আবেদনটি সম্পন্ন করুন।

আপনার স্কাউটস গ্রুপ এডমিন আপনার আবেদনটি গ্রহণ করা পর্যন্ত অপেক্ষা করুন।

সঠিক ভাবে স্কাউটস সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন এবং স্কাউটস আবেদন সম্পন্ন হলে আপনার অবেদনটি গ্রুপ এডমিন গ্রহণ করলে আপনি স্কাউট আইডি পেয়ে যাবেন।