বাংলাদেশ স্কাউটস অনলাইন ডিজিটাল রেকর্ড এবং স্কাউট সার্ভিস সিস্টেম

স্কাউটস অঞ্চলের বিস্তারিত তথ্য

Basic Information about the Region
স্কাউটস অঞ্চলের নাম বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চল
স্কাউটস অঞ্চলের প্রতীক
স্কাউটস অঞ্চলের ধরণ
ফোন ০৭২১-৭৬১৪০৫
ফ্যাক্স
ইমেইল rrscouts2018@gmail.com
ঠিকানা বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চল আঞ্চলিক কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্র নওদাপাড়া, সপুরা, রাজশাহী ৬২০৩
বিস্তারিত তথ্য বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চল রাজশাহী সিটি কপোরেশনের ১৭ নং ওয়াডের নওদাপাড়া এলাকায় অবস্থিত। ১৯৬৮ খ্রিঃ সবপ্রথম রাজশাহীর তালাইমারীতে একটি ভাড়া বাসায় স্কাউটের কার্যক্রম শুরু হয়। এর কিছুদিন পর সাহেব বাজারে কার্যক্রম স্থানান্তর করা হয়। পরবতীতে ১৯৭২ খ্র্রিঃ আঞ্চলিক সম্পাদক মরহুম ফজলুর রহমানের উদ্যোগে তৎকালীন রাজশাহী শিক্ষাবোর্ড চেয়াারম্যান প্রফেসর উম্মে আয়েশা এবং জেলা প্র্রশাসক মহোদয়ের সহযোগিতায় ভূম অধিগ্রহণ ও ক্রয়ের মাধ্যমে বতমান স্কাউট ভবনের স্থায়ী রূপ লাভ করে। যারা সহযোগিতায় করেছেন তাদের মধ্যে তৈমুর রহমান, খয়বর আলী, শাহ আলম সিদ্দিকী, জনাব এ্যাড. মো. মহসিন খান প্রমুখ। বর্তমানে জনাব মোঃ আমিনুল ইসলাম, আঞ্চলিক সম্পাদক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), রাজশাহী বিভাগ এবং আঞ্চলিক কমিশনার ও উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চল, রাজশাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজশাহীর আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র ও কার্যালয় বতমানে ২.৯৭ একর জমির উপর ৫টি ভবন, একটি পুকুর, অসংখ্য ফলজ, বনজ, ঔষধি, ফুল ও ফল গাছ দিয়ে পরিবেষ্টিত সবুজ ছায়া ঘেরা এক মনোরম পরিবেশ বিরাজ করছে।
রাজশাহী বিভাগের প্রশাসনিক জেলা ৮টি হলেও রাজশাহী মহানগরীকে জেলা ধরে রাজশাহী অঞ্চল ৯টি স্কাউটস জেলা ও ৬৬ টি উপজেলা নিয়ে গঠিত হয়েছে।
দল গঠনের কাজ প্রায় শেষ। অল্প কিছু দিনেরর মধ্যে শতভাগ স্কাউট অঞ্ল হিসেবে রাজশাহী অঞ্চলকে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে । রাজশাহী অঞ্চলের স্কাউটিং কার্যক্রম দ্রুত এগিয়ে চলেছে।স্কাউটিং এর মাধ্যমে সন্ত্রাস, মাদক, মুক্ত ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলা এবং মাননীয় প্রধানমন্রীর নির্দেশনা অনুসারে উন্নত রাষ্ট গড়ে তোলার জন্য রাজশাহী অঞ্চল কাজ করে যাচ্ছে। আপনাদের সকলের সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি।
Scout Office Admin User List
SL Name Scout ID Designation Phone Email
1. Md. Zafor Iqbal AA8503 Adult Leader 01718690743 zaforbagha@gmail.com