বাংলাদেশ স্কাউটস অনলাইন ডিজিটাল রেকর্ড এবং স্কাউট সার্ভিস সিস্টেম

স্কাউটস অঞ্চলের বিস্তারিত তথ্য

Basic Information about the Region
স্কাউটস অঞ্চলের নাম বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চল
স্কাউটস অঞ্চলের প্রতীক
স্কাউটস অঞ্চলের ধরণ
ফোন ০৫৩১-৫১৯৪০
ফ্যাক্স
ইমেইল dinajpurregionscouts5200@gmail.com
ঠিকানা আঞ্চলিক সদর দফতর ও স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, দশ মাইল , দিনাজপুর
বিস্তারিত তথ্য বাংলাদেশের উত্তর জনপদের বৃহত্তর দিনাজপুর ও বৃহত্তর রংপুর জেলার আওতাধীন ০৮ টি জেলা নিয়ে গঠিত বাংলাদেশ স্কাউটস-এর “গঠন ও নিয়ম” এর আলোকে সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদের উপলব্ধির প্রেক্ষিতে গত ২২ মাঘ, ১৪১৪ বঙ্গাব্দ (০৪ ফেব্রুয়ারি, ২০০৮ খ্রিঃ)-এ জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুর- এ অনুষ্ঠিত জাতীয় কাউন্সিল-এর ৩৬ তম বার্ষিক সাধারণ সভায় “বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চল” গঠনের অনুমোদন লাভ করে।
০২ বৈশাখ, ১৪১৫ বঙ্গাব্দ (১৫ এপ্রিল, ২০০৮ খ্রিঃ) বাঃ স্কাঃ (প্রশাসন)/২৬৭০৯(২৩)/০৮ নং অফিস স্মারকের মাধ্যমে বিষয়টি সংশি¬ষ্ট সকলকে অবহিত করা হয়।

বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চল-এর প্রাথমিক কাজ করার জন্য একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়। ওয়ার্কিং কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এবং বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চল-এর দায়িত্বপ্রপ্ত প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভ ওয়ার্কিং কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ০৯ অক্টোবর, ২০০৮ খ্রিঃ পর্যন্ত ওয়ার্কিং কমিটি দায়িত্ব পালন করে।

২৫ আশ্বিন, ১৪১৫ বঙ্গাব্দ (১০ অক্টোবর, ২০০৮ খ্রিঃ) বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চল-এর প্রথম কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চল এর আওতায়ধীন ০৮ টি জেলার (দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা) ৫৮ টি উপজেলা স্কাউটস রয়েছে।

সেপ্টেম্বর ২০১১-নভেম্বর ২০১৪ মাস পর্যন্ত বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চল এর স্কাউটিং কার্যক্রম উন্নয়নে ও সম্প্রসারণে যে সকল কর্মকর্তা সার্বিকভাবে সহযোগিতা করেছেন বাংলাদেশ স্কাউটস কর্তৃক তাঁদের সম্মান এর স্বীকৃতি স্বরূপ বিভিন্ন অ্যাওয়ার্ড প্রদান করে সম্মানীত করেছেন। রৌপ্য ইলিশ-০১ জন, সভাপতি অ্যাওয়ার্ড-০৪ জন, লং সার্ভিস অ্যাওয়ার্ড-০৩ জন, লং সার্ভিস ডেকোরেশন অ্যাওয়ার্ড-০৩ জন, বার টু দি মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড-১২ জন, মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড-২৫ জন এবং ন্যাশনাল সর্টিফিকেট-৯৩ জন স্কাউট ব্যক্তিত্ব অ্যাওয়ার্ড অর্জন করেন।

বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চল এর ২০১৩ সালের পরিসংখ্যান অনুযায়ি কাব স্কাউট ইউনিট ২,২৫২ টি, কাব স্কাউট সংখ্যা ৬০,০৩১ জন, স্কাউট ইউনিট ১,৪৫৬ টি, স্কাউট সংখ্যা ৪৩,৮১৮ জন, এডাল্ট লিডার সংখ্যা ২৫,৩৭৬ জনসহ সর্বমোট ১,১৮,৫৮৮ জন।

বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চল এর অর্থায়নে দশমাইল (গম গবেষণা কেন্দ্র এর উত্তর পার্শ্বে) ৯১ শতক জমি ক্রয় করা হয়। বর্ণিত জমিতে হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট থ্রু স্কাউটিং প্রকল্প এবং কাব স্কাউটিং সম্প্রসারণ (তৃতীয় পর্যায়) প্রকল্প এর আওতায় মহিলা ডরমেটরী ও কাব ভবন নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়। বর্ণিত আঞ্চলিক কার্যালয়ও প্রশিক্ষণ কেন্দ্রে বৃক্ষরোপন, সবজি বাগানসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে।
Scout Office Admin User List
SL Name Scout ID Designation Phone Email