বাংলাদেশ স্কাউটস অনলাইন ডিজিটাল রেকর্ড এবং স্কাউট সার্ভিস সিস্টেম

স্কাউটস অঞ্চলের বিস্তারিত তথ্য

Basic Information about the Region
স্কাউটস অঞ্চলের নাম বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চল
স্কাউটস অঞ্চলের প্রতীক
স্কাউটস অঞ্চলের ধরণ
ফোন +৮৮-০২-৩৩৪৪০৩৩৪৩ , +৮৮০২৩৩৪৪০১৩৭৬
ফ্যাক্স
ইমেইল
ঠিকানা জিলা স্কুল রোড, কুমিল্লা।
বিস্তারিত তথ্য কুমিল্লা আঞ্চলিক স্কাউটস:
আঞ্চলিক স্কাউটস এর দ্বিতীয় পর্যায়ের পরিচালনা পরিষদ যাহা বাংলাদেশ স্কাউটস এর গঠন ও নিয়মের সম্পূর্ন অনুসারী। বাংলাদেশ স্কাউটসকে মোট ১৩ অঞ্চলে ভাগ করা রয়েছে। তন্মেধ্যে কুমিল্লা শিক্ষাবোর্ড ভিত্তিক কুমিল্লা অঞ্চল এর সদর দফতর কুমিল্লায় অবস্থিত। বাংলাদেশ স্কাউটস এর গঠন ও নিয়ম অনুযায়ী চট্রগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মহোদয় কুমিল্লা অঞ্চলের সম্মানীত পৃষ্ঠপোষক এবং কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এর সুযোগ্য চেয়ারম্যান কুমিল্লা অঞ্চলের সম্মানীত সভাপতি। তাছাড়া কুমিল্লা অঞ্চল এর যথাযথ কার্যক্রম পরিচালনার জন্য অঞ্চল পর্যায়ে স্বেচ্ছাসেবী স্কাউট সেবায় নিবেদিত প্রাণ ও সুযোগ্য ০৫ সহ-সভাপতি , আঞ্চলিক কমিশনার, কোষাধ্যক্ষ , সম্পাদক, যুগ্ম সম্পাদক, ১২ জন আঞ্চলিক উপ কমিশনার , ০২জন লিডার ট্রেনার প্রতিনিধি,০২ জন কাউন্সিলর প্রতিনিধি, ০১ জন জাতীয় কমিটির প্রতিনিধি, ০২জন সহযোজিত সদস্য এবং অঞ্চলাধীন সম্মানীত জেলা কমিশনারগণ আঞ্চলিক নির্বাহী কমিটিতে অন্তভূর্ক্তি রয়েছেন। আঞ্চলিক স্কাউটস এর বিভাগওয়ারী কার্যাদি সুসম্পন্নের লক্ষ্যে ১৪টি অনুমোদিত উপকমিটি রয়েছে , যাহার মাধ্যমে নিয়মিত সভার সিদ্ধান্তক্রমে সময়োপযোগী যথাযথভাবে বিভাগওয়ারী কার্যাদি সম্পন্ন হয়ে আসছে। স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলের স্বেচ্ছাসেবী কর্মকর্তাবৃন্দের সার্বিক সহায়তা প্রদানের লক্ষ্যে পেশাগত প্রশিক্ষিত ও বাংলাদেশ স্কাউটস থেকে নিয়োজিত ০১ জন উপপরিচালক, ০২ সহকারী পরিচালক প্রফেশনাল স্কাউট এ´িকিউটিভ হিসেবে কর্মরত হয়েছেন এবং ০৬ জন কর্মচারী আঞ্চলিক কার্যালয় ও আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত রয়েছেন। নি¤েœ বাংলাদেশ স্কাউটস, কমিল্লা অঞ্চলের বিস্তারিত তথ্যাদি উপস্থাপন করা হলো।

আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রসহ আঞ্চলিক কার্যালয়ের পরিচিতি প্রতিবেদন :
আঞ্চলিক স্কাউটস কার্যালয়:
১। গঠনের তারিখ : ২৬ জুন ১৯৯৭ তারিখ থেকে বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চলের কার্যক্রম শুরু হয় । এর পূর্বে চট্রগ্রাম আঞ্চলিক স্কাউটস নামে উক্ত অঞ্চলটির পরিচিতি ছিল। চট্টগ্রাম বিভাগের ০৬টি প্রশাসনিক জেলা (কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ল²ীপুর, নোয়াখালী ও ফেনী) ও ৫৪টি উপজেলা স্কাউট নিয়ে কুমিল্লা অঞ্চল গঠিত।
২। ঠিকানা : স্কাউট ভবন, জিলা স্কুল রোড- ৩৫০০
৩। অবস্থান : কুমিল্লা জেলা শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে জিলা স্কুল রোডস্থ কুমিল্লা জেলা স্কাউট ভবনে কুমিল্লা আঞ্চলিক স্কাউট কার্যালয় অবস্থিত। পূর্বতন চট্রগ্রাম আঞ্চলিক স্কাউটস (বর্তমান চট্রগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলের সমন্বিত) এর সদর দফতর হিসেবে এ কার্যালয় ব্যবহৃত হ’ত।
৩। অফিসের কাঠামোগত বিবরণ: কুমিল্লা জেলা স্কাউটস এর ইউ প্যাটান ভবনের দোতলায় পূর্ব দিকের অংশে আঞ্চলিক স্কাউটসের নিজস্ব অর্থায়নে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ০৫ (পাঁচ) কক্ষ বিশিষ্ট হলরুমসহ আঞ্চলিক স্কাউট কার্যালয় বিদ্যমান।

আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র:
১। ঠিকানা : আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, লালমাই, কুমিল্লা।
২। অবস্থান : কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় লালমাই পাহাড়ের পাদদেশে মনোরম পরিবেশে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত। ঢাকা- চট্রগ্রাম বিশ^ রোড থেকে ১০ কি. মি দূরত্বে কুমিল্লা- চাঁদপুর ও কুমিল্লা- নোয়াখালী সড়কের পাশের্^ লালমাই বাজারের নিকটে লালমাই সরকারি কলেজের পশ্চিম পাশে অবস্থিত।
৩। স্থাপনের তারিখ : ২৯ মার্চ ১৯৮০ খ্রি: ( জমি প্রাপ্তি)
৪। জমি মালিকানার ধরণ: অধিগ্রহণকৃত (এল.এ.কেস নং -১৪/১৯৭৮-১৯৭৯)
৫। জমির পরিমাণ : ৭.৫০ একর (প্রতিষ্ঠাকালিন ৭.৩৮ একর) । পরবর্তীতে ২০২১ সালে ০.১২ শতক জমি ক্রয় করা হয়। প্রশিক্ষণ কেন্দ্রের উত্তর পাশে বাউন্ডারীর ভিতরে ব্যক্তিমালিকানাধীন ১২(বার) শতক জমি ০৭ ডিসেম্বর ২০২১ তারিখ সাব কাবলা রেজিস্ট্রির মাধ্যমে সম্পূর্ন নিজস্ব তহবিল দ্বারা ক্রয় করা হয়।
৬। ডিজিটাল সার্ভে : আধুনিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে রুপান্তর কল্পে ১২/১০/২০১৬ তারিখ ডিজিটাল সার্ভে কার্যক্রম সম্পন্ন করা হয়।
৭। মাস্টার প্ল্যান : বাংলাদেশ স্কাউটস এর উন্নয়ন বিভাগের সহযোগিতায় আধুনিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে রুপান্তর কল্পে ১৬/০১/২০১৭ তারিখ মাস্টার প্ল্যান বিষয়ক ওয়ার্কশপ এর সুপারিশতকৃত ও পরবর্তীতে অনুমোদনক্রমে মাস্টার প্ল্যান চূড়ান্তকরণ করা হয়।
৮। বর্তমান অবকাঠামোগত বিবরণ : প্রশিক্ষণ কেন্দ্রের চর্তুদিকে সীমানা প্রাচীর দ্বারা (ব্যক্তি মালিকানাধীন জায়গার কারণে আংশিক অসম্পূর্ন) বেষ্টিত রয়েছে। বর্তমানে প্রশিক্ষণ কেন্দ্রের দক্ষিণ পশ্চিম কর্নারে বাউন্ডারী সংলগ্ন তিনতলা একটি ভবন রয়েছে যা কাব ভবন নামে পরিচিত। ভবনটি নীচ তলা সেশন হল, ২য় তলায় চলমান উন্নয়ন প্রকল্পের সাইট অফিস ও একটি ভিআইপি কক্ষসহ মোট ০৪টি কক্ষ রয়েছে এবং ৩য় তলায় ০৫টি রুম আবাসন কক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাউন্ডারী সংলগ্ন পূর্ব পাশে ওয়াশবøক নামে তিনতলা একটি ভবন রয়েছে যাহার নীচ তলা ওয়াশবøক হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং ২য় ও ৩য় তলায় ০৫টি করে মোট ১০টি আবাসন কক্ষ রয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রের উত্তর পাশে লালমাই পাহাড়ের টিলাসহ প্রশস্ত মাঠ ও চর্তুদিকে বিভিন্ন প্রকারের গাছ - গাছালিসহ দর্শনীয় স্থান হিসেবে প্রশিক্ষণ কেন্দ্রটি অতুলনীয় প্রাকৃতিক শোভাময়।
৯। আধুনিক ভবন নির্মাণকল্পে উন্নয়ন কার্যক্রম : বর্তমানে বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে ও অর্থায়নে প্রশিক্ষণ কেন্দ্রের দক্ষিণ ও পূর্ব দিকে প্রায় ৫০ কোটি টাকার ‘‘আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, লালমাই, কুমিল্লা শীর্ষক’’ উন্নয়ন প্রকল্পের কাজ (০৮তলা বিশিষ্ট ট্রেনিং- কাম- ডরমিটরি ভবন, তিন তলা বিশিষ্ট মাল্টিপারপাস ভবন, অফিসার্স কোয়ার্টার ও হিল কটেজ নির্মাণ) দ্রæতগতিতে অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ট্রেনিং- কাম- ডরমিটরি ভবন এর ৪র্থ তলার ছাদ সম্পন্ন হয়েছে, স্বল্প সময়ের মধ্যে ০৫ তলার ছাদ ঢালাই সম্পন্ন হবে এবং অফিসার্স কোয়ার্টার এর ১ম তলার ছাদ সম্পন্ন হয়েছে, স্বল্প সময়ের মধ্যে ২য় তলার ছাদ ঢালাই সম্পন্ন হবে । গত ১৫ জুন ২০২১ তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আ.হ.ম মোস্তফা কামাল মহোদয় উক্ত উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন।
১০। ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও চাহিদা : প্রশিক্ষণ কেন্দ্রের উত্তর পাশে বাউন্ডারীর ভিতরে ব্যক্তি মালিকানাধীন অবশিষ্ট ১২ (বার) শতক জায়গা রয়েছে। যাহা ক্রয় করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য যে, এ জমি ক্রয় না করার কারণে মাস্টার প্ল্যান মোতাবেক কার্যক্রম বাস্তবায়নে বিঘœ হচ্ছে। যার ফলশ্রæতিতে লালমাই প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম বিলম্বিত হচ্ছে।
Scout Office Admin User List
SL Name Scout ID Designation Phone Email
1. Md. Oliullah Sarker Autol AC1537 Adult Leader 01716097556 oliullah_autol@yahoo.com
2. Md. Aktar Hossain AA1018 Adult Leader 01912841060 aktardu@yahoo.com